ঘুরে দাঁড়াবে ফেনী (দাতা)
বিচ্ছিন্ন ভাবে না করে সম্মিলিত ভাবে ফেনীর ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে বেসরকারি উদ্যোগে তহবিল গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ তহবিলের মাধ্যমে আমরা হতদরিদ্রদের ঘর তৈরী/মেরামত, অর্থসংস্থান (গরু বাচুর,হাস মুরগি পালন,ফসলের বীজ,পুজিসহ ছোট দোকান সহ নানা স্থায়ী সহযোগিতা করা হবে। আপনি নিজে এবং নিজের পরিচিতদের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় এতে অর্থ প্রদান করতে পারেন। সবকিছুর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
বিস্তারিত : 01670006262